লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রেনের ধাক্কায় মজিবর রহমান (৬৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহিত মজিবর রহমান ওই এলাকার মাষ্টারপাড়া গ্রামের মৃত কান্দুরা শেখের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে লালমনিরহাট বুড়িমারী রেল লাইনের পাশে ছাগল বেঁধে রাখেন বৃদ্ধ মজিবর রহমান। হঠাৎ ট্রেনের শব্দ শুনে ছাগলটি সড়াতে গেলে বুড়িমারীগামী আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
এসময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মারা যান মজিবর রহমান।
ভোটমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহাদুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোটমারী রেলওয়ে স্টেশন মাষ্টার ও লালমনিরহাট রেলওয়ে থানা (জিআরপি) পুলিশকে খবর দেয়া হয়েছে।
আরও পড়ুন- ট্রেন-ট্রাকের সংঘর্ষ, নিহত ১
বাংলাদেশ জার্নাল/আর