কারেন্ট জাল কারখানায় অভিযান, ৯ পুলিশ আহত

স্বাস্থ্য


মুন্সীগঞ্জ সদরের মালিরপাথরে কারেন্ট জালের কারখানায় পুলিশের অভিযানে হামলায় ৯ পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে ঢাকা পাঠানো হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে আটজনকে।

সদর থানার তদন্ত ওসি রাজীব খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান,পঞ্চসার ইউনিয়নের ছয় নং ওয়ার্ড মেম্বার ইমরান হোসেন ও তার ছোট ভাই সম্রাটের জাল কারখানায় অবৈধ কারেন্ট জাল তৈরি করার সংবাদ পেয়ে রোববার রাত ১১টার দিকে থানা পুলিশ অভিযানে গেলে, মালিপাথর এলাকার দুটি মসজিদে ডাকাত আসছে বলে মাইকিং করা হয়।

এসময় এলাকার শত শত মানুষ পুলিশের উপর হামলা চালালে সদর থানার ওসি অপারেশন মোজাম্মেল, এস আই নজরুল, এসআই ফরিদুজ্জামান, এস আই খসরু, এস আই মাইনদ্দিন, এএসআই জাকিরসহ ৯ জন আহত হন।

আহতদের মধ্যে এসআই ফরিদুজ্জামান, এএসআই জাকির ও কনস্টেবল রায়হানকে ঢাকা পাঠানো হয়। বাকিদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় আটজনকে আটক করার কথা জানান পুলিশ। আটককৃতরা হলেন, আলমগীর ভূইয়া (৬৫) হিমেল ভূঁইয়া (২৬) মোহাম্মদ মনির উদ্দিন (৪৭) মোহাম্মদ আইয়ুব (১৭) আফজাল হোসেন (২৫) মো. মাসুদ মিয়া (২৩) আল আমিন হাওলাদার (২২)ও মোহাম্মদ মুসা (১৯) রাতে তাদেরকে আটক করে সদর থানায় আনা হয়।


বাংলাদেশ জার্নাল/ওএফ