কামাল হোসেন টিপুর দুটি কবিতে
শিল্প-সাহিত্য
কামাল হোসেন টিপু
।। ভাত ।।
গ্রামময় পড়ল শোরগোল
চোর চোর শব্দে উতরোল!
গভীর উৎকণ্ঠায় চশমার ফাঁকে
মহাশয় কাছে এসে দেখে
গরজ কণ্ঠে বলে হলো কী?
সবটুকু খুলে বলো দেখি।
অন্ধকারময় ঘরদোর
এমন সময় সিঁদ কাটল চোর!
অন্যসব ধরল না, না টাকাকড়ি
পালাচ্ছিল নিয়ে ভাতের হাঁড়ি!
ধরলাম তারে ঘাপটি মেরে
শক্ত করে চোর বেটারে।
চোর বেটা কেঁদে কেঁদে কয়,
আমি চোর নই, শুনুন মহাশয়!
কর্ম নাই, নাই টাকা-কড়ি
শূন্য হাত ক্ষুধায় জ্বলে নাড়ি,
সইলো না বিধাতার সৃষ্টি-ছলনা
বেচলাম সব, যা ছিল বউয়ের গহনা
ধারকর্জ করে উনুনে বসতো হাঁড়ি
শেষে ভিক্ষায় নামি বাড়ি বাড়ি।
তাতেও শূন্য হাত, কারো ভরাপাত!
বউ আর শিশুদুটি ভুখা দিনরাত,
কী করি হায় ভেবে না পায়
পথ চেয়ে আছে ওরা অপেক্ষায়!
দুটো শিশু মোর ভুখা, বউটাও তাই
দুমুঠো ভাতের লাগি প্রাণ যায় যায়।
।। ফিরিয়ে নিলে ।।
তুমি ফিরিয়ে নিলে
অমীমাংসিত যৌবন, উত্তাল ঊর্মি
পূর্ণিমা সুন্দর, গভীর জলরাশি
এবং অবশিষ্ট নদী।
তুমি ফিরিয়ে নিলে
রূপালি নূপুর, নীল দোপাট্টা
মায়াবী সত্য, মাতাল মহুয়া
এবং অবশিষ্ট ভালোবাসা।
তুমি ফিরিয়ে নিলে
বিবাদী সন্ধ্যা, ব্যাকুল কাব্য
অনুরাগী ফুল, ভোমর রাঙা অলক
এবং অবশিষ্ট সুখ।
তুমি ফিরিয়ে নিলে
উদাসী গান, সামাজিক দায়
পশ্চিমা লাল, নীলক্ত চমক
এবং অবশিষ্ট স্বপ্ন।
তুমি ফিরিয়ে নিলে
আরাধ্য মুখ, গোছানো সংসার
গতিময় জীবন, স্বপ্ন সোনালি
এবং অবশিষ্ট বিশ্বাস।
বাংলাদেশ জার্নাল/এসকে
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type = ‘text/javascript’; as.async = true; as.src = ‘https://certify-js.alexametrics.com/atrk.js’; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();