কানাডায় শিক্ষক হৃদয় মণ্ডলের মুক্তির দাবিতে মানববন্ধন

স্বাস্থ্য


শিক্ষক হৃদয় মণ্ডলের মুক্তির দাবিতে কানাডার টরন্টোয় মানববন্ধন করেছে টরন্টো ফিল্ম ফোরামের কর্মীরা। এসময় সুপরিকল্পিতভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তারা।

কর্মীরা বলেন, মুন্সিগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডল, টিপকাণ্ডসহ নানা ধরনের ঘটনা বিজ্ঞানভিত্তিক মুক্তচিন্তার ওপর পরিকল্পিত হামলা। তারা অনতিবিলম্বে বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। একই সঙ্গে তার বক্তব্য রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে যারা ছড়িয়ে দিযেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
টরন্টোর বাঙালিপাড়া হিসেবে খ্যাত ডেনফোর্থে স্থানীয় সময় বৃহস্পতিবার (৭এপ্রিল) সন্ধ্যায় মুন্সিগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের গ্রেপ্তারের প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে ‘ঘরোয়া-নিশিথা মোড়ে’ সংক্ষিপ্ত সমাবেশ হয়। চলচ্চিত্রকার মনিস রফিকের সঞ্চালনায় এই সমোবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন সরকার বাচ্চু, টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল, উদীচীর সভাপতি সুভাস দাশ, ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর, সোলায়মান তালুত রবিন, ফয়েজ নুর ময়না, কবি সাহিদুল আলম টুকু প্রমুখ।

সমাবেশে বক্তারা বিজ্ঞানের শিক্ষক হৃদয় মন্ডলের নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, দশম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে কীভাবে শিক্ষকের বক্তব্য রেকর্ড করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়, তা খতিয়ে দেখা দরকার। এই ধরনের ঘটনা শিক্ষকদের বিজ্ঞান পড়ানোর ক্ষেত্রে ভীতি তৈরি করবে এবং বাংলাদেশে বিজ্ঞানশিক্ষা ব্যাহত হবে।

বাংলাদেশ জার্নাল/ রাজু