এবার করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী রিজিয়া পারভীন। দীর্ঘদিন ধরেই তিনি আমেরিকায় প্রবাস জীবন-যাপন করছেন। বর্তমানে সেখানেই আইসোলেশনে রয়েছেন তিনি।
তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর গণমাধ্যমে জানিয়েছেন নিউইয়র্ক প্রবাসী লেখক মিলি সুলতানা। জানা গেছে, কুইন্স প্যালেসে নবান্ন উৎসবের আয়োজন করেছিল বাঙালি কমিউনিটি। সেখানে রিজিয়া পারভীনসহ অনেকে অংশ নেন এবং পারফর্ম করেন। ধারণা করা হচ্ছে, ওই অনুষ্ঠান থেকেই রিজিয়া করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে, যুক্তরাষ্ট্র প্রবাসী আরেক শিল্পী বেবী নাজনীনও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগেও ভুগছিলেন তিনি।
বাংলাদেশ জার্নাল/আইএন