কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র নিহত

স্বাস্থ্য


কক্সবাজার শহরের আলীর জাহাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহতের নাম মোহাম্মদ রিদুয়ান (১৮)। হত্যার প্রতিবাদে শহরের প্রধান সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।

সোমবার সন্ধ্যায় আলীর জাহালের সিটি কলেজ গেইটে এ ঘটনা ঘটে। নিহত রিদুয়ান সাহিত্যিকা পল্লী এলাকার বাসিন্দা। সে কক্সবাজার সিটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

এ বিষয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন চিহ্নিত যুবক উপর্যুপুরী ছুরিকাঘাত করে রিদুয়ানকে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে পুলিশের দীর্ঘ চেষ্টায় সড়ক থেকে সরে আসে বিক্ষুব্ধরা।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কয়েকজনের নাম আমাদের কাছে এসেছে। আমরা তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সেলিম উদ্দিন বলেন, এখনেও পরিষ্কারভাবে জানা যায়নি কেন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ। আসামীদেরও চিহ্নিত করা গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ জার্নাল/কেএ