এবার প্রতিরক্ষা শিল্পে হামলা চালাবে রাশিয়া

স্বাস্থ্য


এবার ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প কারখানা লক্ষ্য করে হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছে রুশ বাহিনী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (১৪ মার্চ) দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালে তার প্রতিবাদে দেশটির প্রতিরক্ষা শিল্পে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে রুশ কর্তৃপক্ষ।

এর আগে দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলা চালালে কমপক্ষে ২০ জন বেসামরিক ব্যক্তি নিহত হন। তবে ইউক্রেন এই ক্ষেপণাস্ত্র হামলার দায় অস্বীকার করে উল্টো বলেছে সেটি ছিলো রুহ বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক অনলাইন পোস্টে জানানো হয়েছে, ‘দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের একটি টচকা-ইউ ক্ষেপণাস্ত্র আঘাত হানার পাল্টা জবাব হিসেবে দেশটির প্রতিরক্ষা শিল্প কারখানা লক্ষ্য করে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। ইউক্রেনের কট্টর জাতীয়তাবাদীরা যেন ওই সকল প্রতিরক্ষা শিল্প থেকে সুবিধা নিতে না পারে সেজন্যই সেগুলো ধ্বংস করে দেয়া হবে।’

ওই পোস্টে ইউক্রেনের মানুষদের সতর্কবার্তা দিয়ে আরও জানানো হয়, ‘আমরা ওই সকল প্রতিরক্ষা শিল্পে কর্মরত ব্যক্তিদের পাশাপাশি নিকটস্থ ঘরবাড়িতে বসবাসকারী নাগরিকদেরও নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করছি।’

বাংলাদেশ জার্নাল/এসএস