এবারের বইমেলায় ৫২ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি

স্বাস্থ্য


মাসব্যাপী অমর একুশে বইমেলায় ১৬ মার্চ পর্যন্ত প্রায় ৫২ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার ‘অমর একুশে বইমেলা ২০২২’-এর সদস্য সচিব ড. জালাল আহমেদ এ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপনকালে এই তথ্য জানান।

তিনি বলেন, বইমেলায় বাংলা একাডেমিসহ সকল প্রতিষ্ঠানের বই ২৫ শতাংশ কমিশনে বিক্রি হয়েছে। ২০২০ সালে বাংলা একাডেমি মোট ২ কোটি ৪৬ লাখ টাকার বই বিক্রি করেছিল। এবার ১৬ মার্চ পর্যন্ত ৩০ দিনে বাংলা একাডেমি ১ কোটি ২৭ লাখ টাকার বই বিক্রি করেছে। ২০২১ সালে একাডেমি মাত্র ৪৬ লাখ টাকার বই বিক্রি করেছিল। ২০২০ সমগ্র মেলায় ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল।

করোনা ভাইরাস পরিস্থিতিতে দেরিতে বইমেলা শুরু হলেও নির্ধারিত সময়ে বইমেলা শেষ হয়েছে আজ। এদিন নতুন বই এসেছে ২১৫টি।

এরমধ্যে গল্প ২৯টি, উপন্যাস ২৭টি, প্রবন্ধ ৯টি, কবিতা ৭৩টি, গবেষণা ৫টি, ছড়া ৫টি, শিশুসাহিত্য ৮টি, জীবনী ৩টি, রচনাবলী ৩টি, মুক্তিযুদ্ধ ৪টি, নাটক ১টি, ধর্মীয় ৩টি, অনুবাদ ২টি, সায়েন্স ফিকশন ১২টি, ভ্রমণ ৩টি, ইতিহাস ৬টি, রাজনীতি ১টি, চিকিৎসা/স্বাস্থ্য ২টি, বঙ্গবন্ধু ৬টি, রম্য/ধাঁধা ৩টি, বিজ্ঞান ২টি, অভিধান ১ ও অন্যান্য ৭টি।

বাংলাদেশ জার্নাল/এমজে