ইতালিতে নতুন রাষ্ট্রদূত মোহাম্মাদ শামীম আহসান

স্বাস্থ্য


ইতালিতে পৌঁছেছেন রোমে নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. শামীম আহসান। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে বারোটায় রোমের আন্তর্জাতিক বিমানবন্দর লিওনার্দো দ্যা ভিঞ্চি এসে পৌঁছান তিনি।

এ সময় রোম বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা নতুন রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান।

এতে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, প্রবাসীদের স্বার্থে ও কল্যাণে পাসপোর্ট সমস্যাসহ সকল ধরনের সমস্যায় নিরলসভাবে কাজ করে যাবেন।

এ সময় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সমিতি ইতালি সভাপতি আফতাব বেপারী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ইতালি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সহ সভাপতি আব্দুর রউফ ফকির সহ আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শামীম আহসান ইতালির রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ায় প্রবাসী বাংলাদেশিরা সন্তোষ প্রকাশ করে জানান, একজন দক্ষ কূটনৈতিক ব্যক্তি ইতালির রাষ্ট্রদূত হওয়ায় প্রবাসী বাংলাদেশিরা আরো বেশি সেবা লাভে সক্ষম হবেন।

বাংলাদেশ জার্নাল/আর