ইজিসিবিতে আকর্ষণীয় বেতনে চাকরি

স্বাস্থ্য


সহকারী ব্যবস্থাপক (লিগ্যাল) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি)। পদসংখ্যা- ১।

মূল বেতন ৫২,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী ১৮ মে।

যোগ্যতা- এলএলএম ডিগ্রি। প্রাথমিকভাবে ৩ বছরের জন্য চুক্তিতে চাকরি শুরু করতে হবে। দক্ষতা সন্তোষজনক হলে চাকরির চুক্তি ৬০ বছর বয়স পর্যন্ত নবায়ন করা হবে।

বয়স- সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর। এছাড়াও বিশেষ যোগ্যতা সম্পন্নদের ক্ষেত্রে/ বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আগ্রহীরা অনলাইনে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট অথবা ইজিসিবির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে।

বাংলাদেশ জার্নাল/পিএল