ইউরোপের চার নেতার সঙ্গে ফোনালাপ বাইডেনের

স্বাস্থ্য


ইউক্রেনের চলমান সংকট নিয়ে ইউরোপের চারটি দেশের সরকার প্রধানদের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ফরাসি সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে জানা যায়, সোমবার (২১ মার্চ) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বাইডেন।

ইউক্রেনের চলমান সংকট এবং রুশ বাহিনীর পরিচালিত কার্যক্রম নিয়েই মূলত এই বিশ্বনেতাদের সাথে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

বাইডেনের এই টেলিফোন আলাপের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে দেয়া এক অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়, ইউক্রেন ইস্যুতে দেশগুলো সম্মিলিতভাবে কী কী পদক্ষেপ নিতে পারে তা নিয়েই আলোচনা হয়েছে। দেশটিতে রুশ বাহিনী নৃশংস নীতি নিয়ে এগোচ্ছে তা নিয়ে এই চার বিশ্ব নেতার সঙ্গে আলাপ হয়েছে বাইডেনের। এসময় নিরাপত্তা ইস্যুতে সহযোগিতা এবং ইউক্রেনের জন্যও সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারটি গুরুত্ব দিয়েছেন সকলেই।

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনকে ‘নৃশংস’ হিসেবে উল্লেখ করা হয়েছে হোয়াইট হাউসের ওই বিবৃতিতে।

প্রসঙ্গত, আগামী শুক্রবার পোল্যান্ড সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। তার আগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো জোট ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

বাংলাদেশ জার্নাল/এসএস