ইউক্রেন যুদ্ধের নিন্দা করেছেন পোপ ফ্রান্সিস। রোববার খ্রিস্টানদের এ ধর্মীয় নেতা বলেন, ইউক্রেনে নিষ্ঠুর ও বিবেকহীন যুদ্ধের বর্বরোচিত কর্মকাণ্ড ভবিষ্যত ধ্বংস করছে। খবর এএফপির।
প্রার্থনা শেষে পোপ বলেন, ইউক্রেনে আগ্রাসনের পর থেকে এই নিষ্ঠুর ও অর্থহীন যুদ্ধের এক মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে।
ইউক্রেনের দুই শিশুর মধ্যে একজন বাস্তুচ্যুত উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধ শুধুমাত্র বর্তমানকেই ধ্বংস করে না, বরং একটি সমাজের ভবিষ্যৎও ধ্বংস করে।
সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হওয়া তীর্থযাত্রীদের উদ্দেশ্যে পোপ আরও বলেন, যুদ্ধের পাশবিক কর্মকাণ্ড বর্বরোচিত ও নিন্দনীয়!
একাধিক অনুষ্ঠানে সংঘাতের অবসানের আহ্বান জানিয়ে ইউক্রেনে “গণহত্যার” নিন্দা করেছেন পোপ ফ্রান্সিস।
বাংলাদেশ জার্নাল/এমজে