ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ২৭ লাখ বেশি মানুষ নিজেদের ঘরছাড়া হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) ওয়েবসাইটে জানানো হয়, এখন পর্যন্ত ২৬ লাখ ৯৮ হাজার ২৮০ জন নাগরিক ইউক্রেন থেকে পালিয়ে গেছে, যা শনিবারের (১২ মার্চ) চেয়ে এক লাখ ৭০০ জন বেশি।
ইউক্রেনে যুদ্ধের কারণে প্রায় ৪০ লাখ মানুষ ঘর ছাড়া হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে জাতিসংঘ। তবে ইউএনএইচসিআরের মতে আরও বাড়তে পারে ঘরছাড়া মানুষের সংখ্যা।
এখন পর্যন্ত ইউক্রেনের শরণার্থীদের মধ্যে ১৬ লাখ ৫৫ হাজার ৫০৩ জন আশ্রয় নিয়েছে প্রতিবেশী পোল্যান্ডেই। এছারা হাঙ্গেরিতে অবস্থান করছে ২ লাখ ৪৬ হাজার ২০৬ জন। রুশ বাহিনীর আক্রমণের মুখে সীমান্ত পেরিয়ে রাশিয়াতেই আশ্রয় নিয়েছে ১ লাখ ৫ হাজার ৮৯৭ জন।
ইউএনএইচসিআর ওয়েবসাইটে প্রদত্ত ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাওয়া শরণার্থীর সংখ্যা
এদিকে ইউক্রেনের শরণার্থী বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে প্রায় ৭০ লাখ ইউক্রেনীয় ঘরছাড়া হতে পারে। ইউরোপে দীর্ঘ সময়ের জন্য সর্বোচ্চ মানবিক সংকট তৈরি হতে পারে বলেও জানান তিনি।
বাংলাদেশ জার্নাল/এসএস