ইউক্রেনে প্রাণ হারিয়েছে ৮৪৭ বেসামরিক নাগরিক

স্বাস্থ্য


ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে এখন পর্যন্ত ৬৪ শিশুসহ ৮৪৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ১ হাজার ৩৯৯ জন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) শনিবার (১৯ মার্চ) এই তথ্য জানিয়েছে।

ইউএনএইচসিআর জানিয়েছে, গত বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী ৮১৬ জনের মৃত্যু হয়েছিল। শুক্রবার এই সংখ্যা আরও ৩১ জন বেড়েছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলেও জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

ইউএনএইচসিআর আরও জানিয়েছে, ইউক্রেনে হতাহতের অধিকাংশই বিমান হামলা, বোমা হামলা এবং গোলাগুলিতে নিহত হয়েছেন।

বাংলাদেশ জার্নাল/এসএস