ইউক্রেনের আড়াই থেকে তিন হাজার সেনা নিহতে হয়েছে

স্বাস্থ্য


আড়াই থেকে তিন হাজার ইউক্রেনীয় সেনা মারা গেলেও দেশটিতে অভিযান চালাতে গিয়ে ১৯ থেকে ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।

রয়টার্স ও সিএনএনের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে লড়াইয়ে আড়াই হাজার থেকে তিন হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ১০ হাজার সেনা।

সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, বেসামরিক মানুষ হতাহতের সংখ্যা জানা সম্ভব হয়নি। ইউক্রেন বারবার দাবি করে আসছে, বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানাচ্ছে রুশ সেনারা। যদিও ইউক্রেনের এমন দাবি বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া।

যুদ্ধের আট সপ্তাহে এসে জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনে অভিযান চালাতে গিয়ে ১৯ থেকে ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছে। তবে গত মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, ইউক্রেনে ১ হাজার ৩৫১ রুশ সেনা নিহত হয়েছে ও আহতের সংখ্যা ৩ হাজার ৮২৫ জন।

রয়টার্সের পক্ষে উভয় দেশের দাবিই নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বাংলাদেশে জার্নাল/এমএম