আহত শিক্ষার্থীদের দেখতে স্কয়ারে যাচ্ছেন শিক্ষামন্ত্রী

স্বাস্থ্য


ঢাকা কলেজ ও নিউমার্কেটের ব্যাবসায়ীদের মাঝে সংঘর্ষে আহত শিক্ষার্থীকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার মধ্যরাতে দোকান কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের প্রায় আড়াই ঘণ্টা সংঘর্ষ চলে। পরে পুলিশের হস্তক্ষেপে রাত আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার সকাল ১০টা থেকে দিনভর চলে দফায় দফায় সংঘর্ষ।

দুপুরের পর পুলিশ ঘটনাস্থলে এসে কাঁদানে গ্যাস ছোড়া শুরু করলে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সংঘর্ষে শিক্ষার্থী-সাংবাদিক-দোকান কর্মচারীসহ দুই শতাধিক আহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এরমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন।

বাংলাদেশ জার্নাল/একে/আরকে