মুজিববর্ষে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণের মান নিয়ে কোনো আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।
তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। এর সাথে সরকার ও প্রধানমন্ত্রীর ইমেজ জড়িত। এ ধরনের অনিয়মে যাদের নাম আসবে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। ভেঙে ফেলা ঘরগুলো নতুন করে তৈরি করা হচ্ছে। এগুলোর মান অনেক ভালো।
বুধবার দুপুরে গাজীপুর সদর উপজেলার পিরুজালীতে উপহারের ঘর নির্মাণ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অঞ্জন কুমার সরকার, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম সাদিক তানভীর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নাজনীন শামীমা প্রমুখ।
এদিকে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. কামরুজ্জামানকে প্রধান করে গঠিত কমিটির অপর সদস্যরা হলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন সরদার ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল বারেক।
বাংলাদেশ জার্নাল/এসকে