যশোরের বেনাপোল পৌরসভার আলোচিত কাউন্সিলর রাশেদ আলীকে (৪২) অস্ত্র-গুলিসহ আটক করেছে যশোরের ডিবি পুলিশ।
শনিবার ভোররাতে ঝিকরগাছা উপজেলার গদখালী সুধীর আলী গ্রাম থেকে তাকে আটক করা হয়। রাশেদ আলী বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বেনাপোল পোর্ট থানাস্থ দিঘিরপাড় গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে।
ডিবি পুলিশ জানিয়েছে, গত ২৮ মার্চ সকালে রাশদ কাউন্সিলরের নেতৃত্বে একটি গ্রুপ বেনাপোলে একটি ঠিকাদারি কাজ বাগিয়ে নেয়ার জন্য পোর্ট এলাকায় ব্যাপক বোমাবাজি করে ত্রাস সৃষ্টি করে। তার গ্রুপের তাণ্ডবে দুই দেশের (ভারত-বাংলাদেশ) মধ্যে আদামানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। ফলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় ওই সন্ত্রাসী কর্মকণ্ডে।
এই ঘটনায় পোর্ট থানায় একটি মামলা হয়। এই মামলায় রাশেদ আলী পলাতক ছিলেন। শনিবার ভোররাতে গোপন সূত্রে সংবাদ পেয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ৫ রাউন্ড গুলিভর্তি বিদেশি পিস্তল, একটি ওয়ান স্যুটারগান ও ৪ রাউন্ড রাইফেলের গুলি জব্দ করা হয়। এই ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এসকে