সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘সাবরিনা’তে অগ্নিদগ্ধ সাবরিনার চরিত্রে অভিনয় করে দর্শকমহলে বেশ প্রশংসা কুড়াচ্ছেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। এ নিয়েই কথা হয় লাক্স তারকার সঙ্গে। সেই আলাপচারিতার চুম্বকাংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো-
সিরিজটি মুক্তির পর দর্শক সাড়া কেমন পেলেন?
‘সাবরিনা’ মুক্তির পর যতজন মানুষের সঙ্গে আমার কথা হয়েছে, তারা সবাই বলেছেন যে, আমার অভিনয় তাদের ভালো লেগেছে। এখানে সবাই সাবরিনাকেই পেয়েছে, অর্ষাকে নয়। এটা আমার জন্য অনেক আরমদায়ক, আমি বলবো। পরিচিত, অপরিচিত এবং আমার সহকর্মীরা প্রশংসা করেছেন, এমনকি আমার অনেক আত্মীয় স্বজনরাও প্রশংসা করেছেন। তারা জানিয়েছেন, এরকম আরও ভালো ভালো কাজে তারা আমাকে দেখতে চান। সবকিছু মিলিয়ে আমি বলবো, বেশ ভালো সাড়া পেয়েছি আমি।
সাবরিনা তার প্রত্যাশা পূরণ করতে পেরেছে কি?
এটা আসলে দর্শকরাই ভালো বলতে পারবে। একজন শিল্পী কিন্তু তার চরিত্রটা সঠিকভাবে উপস্থাপন করার জন্য সর্বোচ্চটাই চেষ্টা করে, আমার মনে হয় পুরো টিমই তাই করে। এখন সেটা প্রত্যাশা পূরণ করতে পেরেছে কিনা, সেটা দর্শকই বলতে পারবে। আমার জায়গা থেকে আমি চেষ্টাটাই করেছি।
গল্পের আরেক সাবরিনার পারফর্মেন্সকে আপনি কিভাবে দেখেছেন? আপনার পারফরমেন্স নিয়ে ব্যক্তিগতভাবে তার কোন মন্তব্য বা প্রশংসা পেয়েছেন কিনা?
এই বিষয়টা নিয়ে আমার অনেক কিছু বলার আছে। কারণ, আমি যখন সাবরিনা দেখেছি তখন আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে যে, গল্পের দুই সাবরিনার আউটলাইন দুইরকম। দুই সাবরিনা দুই জায়গা থেকে তাদের পারফর্মেন্সটা করে গেছে। আমার কাছে ডাক্তার সাবরিনাকে বেশ ভালো লেগেছে। বেশকিছু জায়গায় তো ভয়ংকর সাবলীল ছিলো, অনেক ন্যাচারাল পারফর্মেন্স করেছে মেহজাবীন। কিছু কিছু জায়গায় এতটাই সাবলীল অভিনয় করেছে সে, আমি মুগ্ধ হয়ে গিয়েছি তার অভিনয় দেখে। যেমন- চার-পাঁচ গ্লাস পানি খাচ্ছে যখন, বাবা-মায়ের সাথে তর্কে জড়ানোতে একরকম, তারপর বাচ্চার সঙ্গে যখন মিশছে তখন ডাক্তার চরিত্র থেকে বের হয়ে আবার আরেকরকম, মাতৃত্বের ফিল নিয়ে তার সঙ্গে মেশা এরপর ডাক্তার হিসেবে পরিস্থিতি; ইয়াশের সঙ্গে যে জার্নি সেখানে কোথাও প্রতিবাদ, কোথাও খোঁজা বা তদন্ত করা; এই জিনিসগুলো সে খুব সুন্দরভাবে করেছে; তার চরিত্রটার মধ্যে আমি অনেকগুলো লেয়ার পেয়েছি যে জায়গাগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই পছন্দ হয়েছে।
শুধু আমি কেন, আশেপাশের অনেকের কাছেই শুনেছি মেহজাবীন খুবই ভালো করেছেন। আমি নিজেও সেটা অনুভব করি যে, ডাক্তার সাবরিনা আসলে ডাক্তার সাবরিনা-ই। মেডিকেল টার্মসের জায়গা থেকে যেসব এক্টিভিটিস্ট থাকে সেসবের প্রতিটা জায়গায় সে খুব ভালো করেছে, একদম দুর্দান্ত।
সিরিজটি দেখার পর আমি মেহজাবীনকে তার চরিত্রে পারফর্মেন্স নিয়ে আমার ভালো লাগার কথাগুলো জানাই। কোন কোন জায়গাগুলো সে ভালো করেছে সবকিছুই তার সাথে শেয়ার করেছি। তারপর সে যে চরিত্রটা করেছে সেখানে আমি থাকলে কিভাবে করতাম, আমি কি পারতাম সেটা? ওইরকম জায়গা থেকে আমি আসলে শুধু অবাকই না, মুগ্ধ হয়েছি। আমিও শিখেছি যে এত ডাউন টু আর্থ থেকে কাজটা তো এভাবেও করা যায়।
মেহজাবীনও আমার অভিনয় নিয়ে তার ভালো লাগা জানিয়েছে। বলেছে, তুমি খুব ভালো করেছো, সবাই বেশ প্রশংসা করেছে। আসলেই তুমি অনেক ভালো করেছো। ওই সময়টাতে আমরা যোগাযোগের মধ্যেই ছিলাম। দিনার ভাই, ইয়াশ, শাওন সবাইকেই তাদের পারফর্মেন্স নিয়ে ভালো লাগার কথা জানিয়েছি। প্রত্যেকেই প্রত্যেককে এপ্রিসিয়েট করার চেষ্টা করেছি এবং করছি। আমার মনে হয়, এটা খুব দরকার।
বাংলাদেশ জার্নাল/আইএন