নাটরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বাড়ি পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুড়ে মারা গেছেন গুলজান বেওয়া নামে ১০৫ বছরের এক বৃদ্ধা।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে গুরুদাসপুর উপজেলার আগপুরুলিয়া গ্রামের বক্কার আলীর জমিয়ে রাখা খড় থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা আখতার হামিদ খান।
বাংলাদেশ জার্নাল/ রাজু/এমএম