বিভিন্ন দেশ থেকে চোরাই পথে অবৈধভাবে মোবাইল ফোন দেশে নিয়ে আসা চোরাকারবারি চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর পল্লবী থেকে বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- মো. শাহাবুদ্দিন আহম্মেদ (২৬), মো. ওমর ফারুক (৪০), মো. আব্দুল আজিজ (২৪), মো. কাওসারুল হক (২৭) ও মো. ফয়সাল হক (৩৬)। এ সময় ২৫৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয় ।
শুক্রবার র্যাব-৪ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক এ তথ্যর সত্যতা নিশ্চিত করে বলেন, বিটিআরসি’র প্রতিনিধি দল তাদের নিজস্ব সফটওয়ার ও সার্ভারের মাধ্যমে যাচাই করে জানতে পারে ২৫৫টি মোবাইল ফোন অবৈধভাবে আমদানি করা হয়েছে। পরে র্যাব-৪ এর আভিযানিক দল মোবাইল ফোনগুলো জব্দ করে।
গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে র্যাবের এই কর্মকর্তা বলেন, তারা কয়েক বছর ধরে বিভিন্ন দেশ থেকে চোরাই পথে অবৈধভাবে মোবাইল ফোন দেশে নিয়ে আসছে। সরকারের নির্ধারিত রাজস্ব ফাঁকি দিয়ে জনসাধারণের কাছে এই মোবাইল বিক্রি করে প্রচুর মুনাফা করে আসছিল অভিযুক্তরা।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন এবং অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান র্যাব-৪ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক।
বাংলাদেশ জার্নাল/এফজেড/এমএস